Date : 2021-04-23

বিয়ে করছেন রনবীর-আলিয়া?

ওয়েব ডেস্ক: বিয়ে করতে চলেছেন রনবীর আলিয়া? কিছুদিন যাবৎ এই একটা গুজবেই ভেসে যাচ্ছে ইন্টারনেট দুনিয়া। ব্রম্ভাস্ত্রের শুটিং-এ ব্যস্ততা কাটাতে চান তাঁরা খুব তাড়াতাড়িই। তাই কাজের চাপের থেকে ছুটি নিতেই এই লাভবার্ড কিছুদিনের মধ্যেই যেতে চলেছেন একটা লং ট্রিপে। লোকেশন? দীপিকা পাডুকোন ও রনবীর সিং-এর বিয়ের লোকেশন অর্থাৎ লেক কোমোতে।

এই খবর শোনার পর থেকেই ভক্তরা গাইছে অন্য সুর। শোনা যাচ্ছে নাকি বলিউডের এই পাওয়ার কাপল নিজেদের বিয়ের লোকেশন ঠিক করতেই ভ্রমণে যাচ্ছেন লেক কোমোতে। যদিও এই কথা উড়িয়ে দিয়েছেন আলিয়ার মা সোনি রাজদান। তিনি বলেছেন এইসব নাকি ‘বেসলেস’ গুজব। তাহলে কি রনবীর-দীপিকার পর এবার রনবীর-আলিয়ার পালা?