Date : 2021-10-19

জিতু-নবনীতার বিয়ের এক্সক্লুসিভ ছবি

ওয়েব ডেস্ক: অবশেষে সোমবার সাতপাকে বাঁধা পড়লেন এই জুটি। ছোটো ও বড় পর্দার খুব চেনা মুখ জিতু কামাল ও নবনীতা দাস। বিয়ের পিড়িতে বসে এতদিনের প্রেম পুর্ণতা পেল তাঁদের। তারই কিছু এক্সক্লুসিভ ছবি আর প্লাস ওয়েবে।

সিরিয়ালের সেটেই তাঁদের আলাপ। আসতে আসতে তা প্রেমের রূপ নেয়। সেখানে থেকেই ধীরে ধীরে ভালো লাগা তারপর ভালোবাসা৷ তবে অফিসিয়ালি মুখে কেউই কাউকে ভালোবাসার কথা না বললেও, দুজনেই বেশ টের পেয়েছিলেন দুজনের মনের কথা।

চার হাত এক করে সোমবার বিকেলেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নবনীতা ও জিতু।