ওয়েব ডেস্ক: কার সাথে এরকম ঘটনা ঘটল জানেন? বলিউডের সবথেকে বড় ডিরেক্টর ও স্টারকিডদের সবথেকে কাছের প্রডিউসার, করণ জোহারের সঙ্গে। রবিবার করণের জন্মদিনে সকলেই তাকে উইশ করে। তবে আসল উইশটা আসে সবথেকে প্রিয় ও কাছের মানুষটির কাছ থেকেই।
তিনি আর কেউ নন, আন্তর্জাতিক ডিজাইনার প্রবাল গুরুং। ইন্সটাগ্রামে পোস্ট করে বন্ধুকে উইশ করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘প্যয়ার কিয়া তো ডরনা ক্যয়া’। এই পোস্ট দেখে ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। সবাই ধরেই নিয়েছেন যে করণ ও প্রবাল এতো বছর পরে তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছে।
কিন্ত এইসবেতেই জল ঢাললেন প্রবাল গুরুং নিজেই। পরিষ্কার বলে দিলেন যে করণের সঙ্গে শুধুই তার বন্ধুত্বেরই সম্পর্ক। তার থেকে বেশি কিছুই না। যদিও এই বিষয়ে করণ নিজে মুখ খোলেননি। তাহলে কি প্রেমে ধাক্কা খেয়েই কষ্টে চুপ করে গেলেন করণ?