ওয়েব ডেস্ক: মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ছবির ফার্স্ট লুক।
ছবির নাম, লক্ষ্মী বোম। অন্যতম জনপ্রিয় তামিল সিনেমা কাঞ্চনার রিমেক লক্ষ্মী বোম।
যেখানে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদবানীকে।
প্রথমবার এই জুটিকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
সিনেমাতে অক্ষয় কুমারকে একজন ট্রান্সজেন্ডার ভূতে ভর করবে এবং সেখান থেকেই ছবির গল্প এগোবে। তবে চমক এখানেই শেষ নয়।
এই ছবির সবথেকে বড় চমক হল অমিতাভ বচ্চন। তাঁকে প্রথমবার দেখা যাবে একটি ট্রান্সজেন্ডারের ভূতের চরিত্রে।
ছবির শুটিং শুরু হয়ে গেছে। বড় পর্দায় এই সিনেমার দেখা মিলবে ২০২০র ৫ জুন।
ছবিটি নিয়ে পরিচালক রাঘব লরেন্স থেকে নায়িকা কিয়ারা সবাই খুব উত্তেজিত।