ওয়েব ডেস্ক: বিগত ২০ বছরের রেকর্ড ভেঙেছে ঘূর্ণিঝড় ফণী। ওড়িশা ছেড়ে বাংলার পাশ দিয়ে এখন বাংলাদেশের পথে এই ঘূর্ণিঝড়। তবে বাংলায় তেমন প্রভাব না পড়লেও শুক্রবার মাত্র কয়েক ঘন্টার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে পুরী। তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১২।
প্রায় ১২ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া গেলেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার ভুবনেশ্বরে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৭৫ কিলোমিটার। তবে আগাম সতর্কতা থাকায় দুর্ঘটনায় কিছুটা হলেও রাশ টানা গিয়েছে।
এদিকে সোমবারই ওড়িশা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই রাজস্থানে তিনি ওড়িশার জন্য আগাম ১০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি টুইটারে জানিয়েছেন, “সোমবার ৬ মে আমি ওড়িশায় যাব। গোটা পরিস্থিতি সরেজমিনে দেখব”।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুরীতে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। এদের মধ্যে রয়েছে ১ কিশোর। পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়েছে ভুবনেশ্বরে। নয়াগড় ও কেন্দ্রপাড়ায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের।