ওয়েব ডেস্ক: প্রয়াত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। দীর্ঘদীন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। কিছুদিন আগে জন্ডিস ধরা পড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। ব্যোমকেশ ও চিড়িয়াখানা (২০১৬), ঘর জামাই ইত্যাদি সিনেমার জন্য তিনি বিখ্যাত ছিলেন। সম্প্রতি কিছু সিরিয়ালেও তিনি অভিনয় করতেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচিত্র জগতের কলা-কুশলীরা।