Date : 2021-10-24

পোষ্য বিড়ালের মৃত্যুতে নিমতা থানায় অভিযোগ দায়ের

কলকাতা: পোষ্য বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে নিমতা থানায় অভিযোগ দায়ের করলেন দম্পতি। বুধবার সকালে তারা জানতে পারেন বাড়ির সামনে রাস্তায় পড়ে রয়েছে তাদের প্রিয় পোষ্যটি। শিল্পী ঘোষ ও তপন ঘোষ ঘটনাস্থলে পৌঁছে দেখেন বিড়ালটি মারা গেছে। এমনকি তাদের নজরে আসে বিড়ালটির একটি চোখ খুবলে নেওয়া হয়েছে।

এরপরেই তারা পাঠানপুর থেকে নিমতা থানায় অভিযোগ দায়ের করতে আসেন। নিমতা থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে দম্পতি বলেন, খুন করা হয়েছে তাদের পোষ্য বিড়ালটিকে। তাদের দাবি, কে তাকে নৃশংস ভাবে খুন করেছে তা জানতে বিড়ালের দেহ পোস্টমর্টম করা হোক।

এই ঘৃণ্যতম কাজ যারা করেছে তাদের অবিলম্বে শাস্তির দাবি জানান তারা। থানাতেই বসে কান্নায় ভেঙে পড়েন দম্পতি। প্রিয় পোষ্যের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।