Date : 2021-05-09

মোদীর “অভিনন্দন”-এ ট্রোলড হলেন পাকিস্তানী সঞ্চালক, দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক: ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ সরকার। আগামী ৩০ মে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।

শপথ নেওয়ার আগে শনিবার সংসদের সেন্ট্রাল হলে ভাষন দেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টি-পরিবারের সকলকে কোটি কোটি অভিনন্দন।’’

আর এই ‘অভিনন্দন’ শব্দটা শুনেই পাকিস্তানের একটি টিভি চ্যানেল ভেবে নেয়, মোদী লোকসভা ভোটে এনডিএ-র এই জয়ের জন্যে ভারতীয় বায়ুসেনা উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কৃতিত্ব দিচ্ছেন।

ব্যস, আর কী? যেমন ভাবা তেমন কাজ! ওই চ্যানেলের সঞ্চালক ওই মর্মেই খবর পাঠ করলেন। আর এই ভিডিয়োই এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই নেটিজেনদের একটি বড় অংশ দেখেছেন এই ভিডিও।