Date : 2024-04-18

খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত আর প্লাস নিউজ

ওয়েব ডেস্ক: ভোটের খবর সরেজমিনে তুলে ধরতে গিয়ে আক্রান্ত আর প্লাস নিউজের প্রতিনিধি স্বর্ণেন্দু দাস। সকাল থেকেই উত্তপ্ত ছিল ব্যারাকপুরের বিভিন্ন কেন্দ্র। ব্যারাকপুরে আমডাঙায় খবর করতে গিয়ে আর প্লাস নিউজের সাংবাদিককে আক্রমণ করা হয়। ভেঙে দেওয়া হয় আর প্লাস নিউজের গাড়ির কাঁচ। ঘটনায় হাতে আঘাত লাগে সাংবাদিক স্বর্ণেন্দু দাস। দুষ্কৃতীদের দ্বারা তিনি প্রহৃত হন। ঘটনাস্থল থেকে কোন মতে দ্রুত গাড়ি নিয়ে চলে আসতে হয় তাকে।

পঞ্চম দফায় ভোট গ্রহণ শুরু থেকেই নজরে ছিল ব্যারাকপুর কেন্দ্র। ভোটের সময় যতই এগোতে থাকে ততই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর কেন্দ্র। সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন অঞ্চলের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মোহনপুরের ২৪০, ২৪১ ও ২৪১ নম্বর বুথে বিজেপি এজেন্ট ঢুকতে না দেওয়ায় তিনি এজেন্টকে সঙ্গে নিয়ে বুথে ঢুকতে গেলে বাধা প্রাপ্ত হন। এরপরেই দফায় দফায় সংঘর্ষ হতে শুরু করে বিভিন্ন জায়গায়। সংঘর্ষে অর্জুন সিং আহত হন। পঞ্চম দফা ভোটে প্রথম থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে।