Date : 2023-11-30

নির্বাচনে ভরাডুবি, ইস্তফা রাহুলের,খারিজ ওয়ার্কিং কমিটির: ইস্তফা দেননি রাহুল,দাবি কংগ্রেসের…

ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় ঘাড়ে নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে ইস্তফা দিলেন রাহুল গান্ধী। তবে প্রত্যাশামতোই তা গ্রহণ হয়নি। শনিবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠকে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানান রাহুল গান্ধী।

সূত্রের খবর, সনিয়া গান্ধী, ড. মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবি আজাদ, অমরিন্দর সিং, অশোক গেহলট, আহমেদ প্যাটেল-সহ অন্যান্যদের কমিটি তা খারিজ করে দিয়েছে।

যদিও এই ঘটনা সঠিক নয় বলে পরে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। প্রসঙ্গত,  লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর UPA চেয়ারপার্সন সনিয়া গান্ধীর কাছে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন রাহুল।

যদিও তা খারিজ করে দেন সনিয়া। তবে ছেলেকে তিনি ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি আলাদা পথে যে হাঁটবে না, তা প্রত্যাশিত ছিল।

প্রচার-পর্বে ঝড় তুলেও গোটা দেশে মাত্র ৫২ আসন পেয়েছে কংগ্রেস। দলের ন’জন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন। পরাজিত হয়েছেন গত লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গেও। এমন অবস্থায় সভাপতি হিসেবে হারের দায় নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাহুল গান্ধী।