Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ‘বুলডোজার জাস্টিস’ নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়,আগাম শোকজ নোটিস ছাড়া কোনও বাড়ি ভাঙা যাবে না। নোটিসের পর পুরসভার আইন অনুযায়ী সুনির্দিষ্ট সময়ের পরে বেআইনি নির্মাণ ভাঙতে হবে। নোটিসে কি ধরনের বেআইনি নির্মাণ হয়েছে, কেন নির্মাণ ভাঙা হবে, তাও স্পষ্ট ভাবে জানাতে হবে।সরকার বা প্রশাসন কখনও বিচার ব্যবস্থায় ভূমিকা নিতে পারে না।
  • মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ফোন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা।
  • মহারাষ্ট্রে সোলাপুরের জনসভা থেকে রাহুল গান্ধীকে ‘শাহজ়াদা’ সম্বোধন নরেন্দ্র মোদীর। কংগ্রেসকে কংগ্রেসকে দলিত এবং সংরক্ষণ-বিরোধী বলেও কটাক্ষ। শাহজ়াদা বিদেশে গিয়ে প্রকাশ্যেই সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেছেন।  
  • বিমানের যান্ত্রিক গোলযোগের মহারাষ্ট্রের চিখলিতে নির্বাচনী সভা করতে পারলেন না রাহুল গান্ধী। ১৪ এবং ১৬ তারিখ মহারাষ্ট্রে কয়েকটি জনসভা করবেন তিনি। ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন।
  • সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ীর হেলিকপ্টারে তল্লাশি নির্বাচনী আধিকারিকদের। মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরে প্রচারে গিয়েছিলেন গড়কড়ী। সেখানে তাঁর কপ্টারে তল্লাশি চালানো হয়।
  • উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। সকাল থেকে বোমাবাজি,গুলিতে উত্তপ্ত এলাকা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ।
  • রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্র সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি,হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ। লড়াইয়ে তৃণমূল- বিজেপি। উপনির্বাচনে বাম- কংগ্রেস জোট না হওয়ায় আলাদা লড়াই করছে দুটি দল। হাড়োয়া আসনটি বামেরা ছেড়েছে ISF-কে।
  • ঝাড়খণ্ডে লড়াইয়ে শাসক দল জেএমএম, প্রতিদ্বন্দ্বী বিজেপি। হেমন্ত সোরেনের দলকে সমর্থন কংগ্রেস, আরজেডি-র। বিজেপির পাশে বেশ কয়েকটি আঞ্চলিক দল। চলতি বছরেই দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
  • ঝাড়খণ্ড বিধানসভায় ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে প্রথম দফায় ভোট। ভোট শান্তিপূর্ণ রাখতে মোতায়েন ২০০ কেন্দ্রীয় বাহিনী। বিশেষ নিরাপত্তা মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে।
  • ভোটের শুরুতে ভোট দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার। সকলকে ভোটদানের আর্জিও জানান ঝাড়খণ্ডের রাজ্যপাল।
  • ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফার ভোট ২০ নভেম্বর। রাঁচীতে ভোট দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।
  • New Date  
  • New Time  
‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’

30
May 2019

‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’

ওয়েব ডেস্ক:বনমালী তুমি পরজনমে হইও রাধা’। পথটা সোজা ছিল না। একজন রুপান্তরকামীর পথটা হয়তো আরও কন্টকপূর্ণ।

‘আমি মেয়ে হতে চাই’, কথাটা মেনে নিতে পারেনি ছা-পোশা বাঙালি মধ্যবিত্ত পরিবার। মনে মনে খুব কষ্ট পেলেও, নিজের ইচ্ছের স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি। নিজের ঘর তো বটেই, তার সঙ্গে সমাজও প্রতিটা পদক্ষেপে তার দিকে ছুঁড়ে দিয়েছিল ব্যঁকা দৃষ্টি, কটুক্তি।

কখনও মাথায় পাগড়ি, কখনও আবার শাড়ির আবরণে ঢেকেছিলেন নিজেকে। শেষদিন পর্যন্তও মাথা নোয়াননি লিঙ্গ বৈশম্যের কাছে। শুধুই এগিয়ে গিয়েছিলেন বুক ভরা অভিমান, না পাওয়া স্বিকৃতি আর প্রিয়জনদের প্রত্যাখ্যান নিয়েই।

কেটে গেছে ৬টা বছর। আজ নেই ঋতুপর্ণ ঘোষ। কিন্তু বাংলা চলচ্চিত্রে আজও সেই ঋতুর দমকা বাতাস । ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ মনে রেখেছে তাকে। কাজের পাশাপাশি তার সাহসকে। সবার মনে আছে শাড়ি পড়া সেই মেয়ে হয়ে ওঠার ঋতুবেলা।

যে রোজ স্বপ্ন দেখতো নতুন একটা পৃথিবীর।  ভালোবাসার পৃথিবীর, নিজের পরিচয় বাঁচার পৃথিবীর। বিজ্ঞাপন সংস্থা থেকে শুরু করে সিনেমার স্ক্রিপ্ট ,নিজের পরিচয় রেখে গেছেন আপন সৃজনশীলতায়। তার ১১ বছরের কর্ম জীবনে এই বাংলা সিনেমাকে দিয়ে গেছেন উনিশে এপ্রিল, দোসর, দহন, বাড়িওয়ালির মতো আরও অনেক উপহার।

‘চিত্রাঙ্গদা’ তে তিনি ফুটিয়ে তুলেছিলেন নিজের জীবন যুদ্ধের চিত্রনাট্য। অনেক লড়াই, অলেক পাওয়া না পাওয়ার মাঝেও জীবনটাকে নিজের মতো বাঁচার চেষ্টা, ভালোবাসার মানুষের হাতটা বুকের মাঝে রেখে শুধু এগিয়ে যাওয়ার স্বপ্ন দুচোখে।

সত্যিই কি অনেক বড় চাওয়া ? শেষ দিন পর্যন্ত  তাঁর দর্শককুল  কি মেনে নিতে পেরেছিল একজন রুপান্তরকামী চলচ্চিত্র ব্যক্তিত্বকে ? বোধহয় না। আর সেটা বুঝতে পেরেই কি এই অন্তর্ধান?

বড্ড তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ঋতু দা। এবার কি  ঋতু দা বাঁচে থাকবেন তাঁরমত?  জানতে ইচ্ছে করে।  তবে মনে হয় ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’ এখন ঋতু দা ভালোই আছেন। আছেন নিজের দেশে, তৃতীয় লিঙ্গ নয় লাইট ক্যামেরা অ্যকশনের দুনিয়া ঋতু দা হয়ে উঠতে পেরেছেন ‘ফার্স্ট পার্সেন’। 

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​