ওয়েব ডেস্ক: বাবা হতে চলেছেন সলমন খান। না না লুকিয়ে বিয়ে সেরে ফেলেননি তিনি, তবে এবার বাবা হওয়ার ইচ্ছে জেগেছে তাঁর মনে। অবশ্যই তার জন্য সাহায্য নেবেন সারোগেট পদ্ধতির। তাই ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করেছেন বন্ধুদের সঙ্গে।
শোনা যাচ্ছে নাকি শাহরুখ, আমির ও করণ জোহারের সঙ্গেও আলোচনা করেছেন সারগেসি নিয়ে। বিয়ের করার কথা জিজ্ঞেস করাতে তিনি বলেছেন, কোনো ঠিক নেই তিনি আদৌ বিয়ে করবেন কিনা। তবে অবশ্যই তিনি বাবা হওয়ার সুখ থেকে নিজেকে বিরত রাখতে চান না। ৫৩ বছর বয়স হয়ে গেলেও বিয়ে করতে চান না এখনও তিনি। তবে তিনি বিয়ে করবেন তখনই যখন তাঁর বাচ্চারা চাইবে।