Date : 2024-04-25

শনিবার বিশ্বকাপে ডবল হেডার: New vs Sri Lanka & Afg vs Aus

ওয়েব ডেস্ক: একদিকে কার্ডিফে নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতায় নামছে শ্রীলঙ্কা অন্যদিকে ব্রিস্টলে আফগানদের বিপক্ষে তৈরি হচ্ছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যাঙ্গারু বাহিনী। ভারতীয় সময় বিকেল ৩ টে থেকে মাঠে নামছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। দুই দলের অধিনায়কেরই আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের অভিষেক হয়েছে সদ্য।

একদিকে কেন উইলিয়ামসন, যিনি গত বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাকালামের ফেলে যাওয়া ব্যাটন ধরেছেন। অন্যদিকে ডিমুথ করুনারত্নে, যিনি বহুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই লঙ্কানদের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন। গ্রুপে মাত্র পাঁচ ম্যাচ জিতলেই সেমিতে যাওয়ার রাস্তা মসৃণ হয়ে যাবে, তাই প্রথম ম্যাচ থেকেই লক্ষ্যভেদে বদ্ধপরিকর শ্রীলঙ্কা। লঙ্কানরা বিশ্বজয়ের স্বাদ পেলেও কিউইদের ভাগ্যে আসেনি আইসিসি-এর ট্রফি। বিশ্বজয়ের ময়দানে দুই দলের ১০ বার দেখা হলেও ৬ বারই সফল হয়েছে লঙ্কা।

অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল নামছে অস্ট্রেলিয়া। ভারতীয় সময় সন্ধে ৬ টায় ব্রিস্টলেতে শুরু হবে অজি-আফগান ক্রিকেট দ্বৈরথ। কৌশলগত দিক থেকে টিম অস্ট্রেলিয়া এবার অনেকটাই এগিয়ে আছে বলা যায়। অধিনায়ক ক্লার্কের অবসরের পর এখন দলের দায়িত্বে অ্যারণ ফিঞ্চ। নির্বাসন কাটিয়ে দলে ফিরে বেশ চাঙ্গা স্টিভ স্মিথ, ওয়ার্নাররা। তাই আফগানিস্তানের পক্ষে ক্যাঙ্গারু বাহিনীর মোকাবিলা করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, যা আফগানদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

ওয়ার্নাদের রুখতে স্পিন ট্রিও মুজিব-রশিদ-নবিদের ব্যবহার করতে চান অধিনায়ক গুলবাদিন নইব। এছাড়াও শাহাজাদ-জাদ্রানদের থেকে ভালো ব্যাটিং-এর আশায়ও আছে আফগান শিবির। প্রসঙ্গত, শুক্রবার জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারালো ক্যারিবিয়ান শিবির। প্রথমে ব্যাট করতে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় পাক দল। ৪ উইকেট নেন ওসানে থমাশ। ৩ উইকেট নেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। জবাবে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবিয়ানদের হয়ে অর্ধশতরান করেন ক্রিস গেইল।

Today’s score: ICC world cup: 2019

PAK- 105/10

West Indies- 108/3