ওয়েব ডেস্ক: অবশেষে সিদ্ধান্তে রদবদল।সূত্রের খবর, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলেই কমছে গরমের ছুটি। জানা গিয়েছে জুনের মাঝামাঝি সময়ই খুলে যাবে সমস্ত বিদ্যালয়। দীর্ঘ গরমের ছুটি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার কারণেই সিন্ধান্ত বদল, এমনটাই জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সময় জানা যায়নি।
প্রসঙ্গত, গরমের দাপট, ফণি ইত্যাদি একাধিক কারণে ৩ মে থেকে দীর্ঘ দু-মাস গরমের ছুটি ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী। তবে, এই নিয়ে একাধিক ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। শিক্ষক-শিক্ষিকারাও চরম বিপাকে পড়েছিলেন।
পাশাপাশি অনেকেই দাবি করেছিলেন দীর্ঘ এই ছুটির কারণে পড়াশোনার ক্ষতি হবে পড়ুয়াদের। সময় মতো শেষ হবে না সিলেবাসও। সবমিলিয়ে ছুটি নিয়ে তৈরি হয় একাধিক জটিলতা। একাধিক বিক্ষোভের খবরও উঠে আসছিল বিভিন্ন এলাকা থেকে। মনে করা হচ্ছে এসব দিক বিবেচনা করেই সিদ্ধান্তে বদল আনতে চলেছে রাজ্য সরকার। যদিও সরকারী বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি।