Date : 2024-03-29

আরামবাগে বিরোধী এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা

হুগলি: পঞ্চম দফা ভোটের শুরুতেই অশান্তি ছড়ালো আরামবাগে। বিরোধী দলের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে। বড়ডঙ্গল ও মায়াপুরে বিজেপি ও সিপিএম-এর এজেন্টদের ঢুকতে না দেওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়াল ভোট কেন্দ্র চত্বরে।

এমনকি এজেন্টদের মারধরের অভিযোগও উঠেছে তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে। সূত্রের খবর, বড়ডঙ্গলে ভোট গ্রহণ চলাকালীন ২১৩, ২১৪, ২১৫ নং বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বিরোধী এজেন্টদের।

জোর করে বুথের ভিতরে যাওয়ার চেষ্টা করলে মারধর করা হয় বলে অভিযোগ। একই ঘটনার অভিযোগ উঠেছে আরামবাগের মায়াপুরে। সেখানেও ১৬০ ও ১৬১ নম্বর বুথে এভিএম বিকল ও এজেন্টদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যদিও পুরো ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল।

বনগাঁ, ব্যরাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ ও হুগলি মিলিয়ে রাজ্যের মোট ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পঞ্চম দফা ভোটে সমস্ত বুথে ৫২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরেও বিভিন্ন জায়গায় অশান্তি ঘটনা অব্যহত থাকায় উঠছে প্রশ্ন।