ওয়েব ডেস্ক: আর কয়েক ঘন্টার মধ্যেই এরাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফণী। স্থল, জল , আকাশপথে কড়া সতর্কতা। ট্রেন , জাহাজ থেকে বিমান, দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে একাধিক পরিবহন ব্যবস্থা।
এবার ফণী থেকে বাঁচতে অভিনভ উদ্যোগ নিল রেল। চেন দিয়ে বাঁধা হল ট্রেনের টাকা। হাওড়া স্টেশনের ঘটনা। এদিকে শিয়ালদহ – বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল। ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধ যাত্রীদের। অন্যদিকে বারাসত স্টেশনে অবরোধের জেরে বিপর্যস্ত পরিষেবা।