ওয়েব ডেস্ক: সঠিক সময়ে ফণীর গতিবিধি বুঝে সতর্কতা জারি করতে পারায় কমানো গিয়েছে প্রাণহানি। ক্ষয়ক্ষতি এড়ানো না গেলেও ‘এক্সট্রিমলি সেভার সাইক্লোন’ ফণিতে তুলনামূলক মৃত্যুর সংখ্যা কমানো গিয়েছে। বিগত ২০ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল ফণী।
১৯৯৯ সালে একটি সাইক্লোনে ওড়িশা মৃত্যু হয় কমপক্ষে ১০ হাজার মানুষের। কিন্তু সঠিক সময়ে হাওয়া অফিসের সতর্কতা বাঁচিয়ে দিয়েছে বহু প্রাণ। এবার সেই বিচক্ষণতার পরিচয়েই রাষ্ট্রসংঘের প্রশংসা কুড়ল ভারত।
রাষ্ট্রসঙ্ঘ সেক্রিটারি জেনারেলের ডিজাস্টার রিস্ক রিডাকশনের প্রধান মামি মিজুতোরি বলেন, “ফণির গতিবিধির সুনির্দিষ্ট আগাম পূর্বাভাস করায় প্রাণহানি কমানো গিয়েছে।”
প্রসঙ্গত বিপর্যয়ের আঁচ করতে পেরে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। পাশাপাশি ছুটি দেওয়া হয় স্কুল,কলেজ, অফিস। সবমিলিয়ে হাওয়া অফিস ও প্রশাসনের তৎপরতার প্রশংসা করে রাষ্ট্রসংঘ।