Date : 2024-04-20

বাস, ট্রেনের রিয়েল টাইম জানতে গুগলের নয়া ফিচার…

ওয়েব ডেস্ক: রোজকার ব্যস্ত দিনে সবাই এখন চেষ্টা করে কিভাবে একটু সময় বাঁচানো যায়। কারণ, কথাতেই আছে ‘টাইম ইজ মানি’। তাই কর্মক্ষেত্রে হোক কি স্কুল কলেজে, সময়তেই পৌঁছানোর চেষ্টা করেন সবাই।

কিন্তু বাধ সাধে রাস্তার জ্যাম। তবে গুগল ম্যাপের নতুন ফিচার দূর করতে পারবে আপনাদের এই সমস্যা। এখন গুগল ম্যাপের এই ফিচার আপনাকে খোঁজ দেবে রিয়েল টাইমের। ট্রেন, বাস আসতে কত দেরি বা কতক্ষণের মধ্যে আসতে চলেছে সেই খবরও এবার থেকে পাবেন আপনার হাতের মুঠোয়।

আপনি কতক্ষণে আপনার গন্তব্যে পৌঁছবেন তা সঠিকভাবে বলতে সাহায্য করবে গুগল ম্যাপের এই নতুন ফিচার। তবে এখানেই শেষ নয়। যদি আপনার পথ ট্রাফিক বিহীন হয় তাহলে এই অ্যাপ আপনাকে সবুজ সংকেত দেবে। আর যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে লাল সংকেত দেখাবে। শুধু বাস নয়, ট্রেনেরও রিয়েল টাইম শো করবে এই অ্যাপ।

এটি কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবে সমস্ত খবরই দেবে এই গুগলের এই অ্যাপ।  তবে এই ফিচার আপাতত দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, লখনৌ, চেন্নাই, মাইসোর, কোয়েম্বাটোর এবং সুরাট এই কটি জায়গাতেই উপলব্ধ।