Date : 2024-04-20

ট্রেন্ট ব্রিজে কিউয়িদের সঙ্গে মহারণ ভারতের

ওয়েব ডেস্ক: ভারতীয় সময় বিকেল ৩টেয় বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত ও নিউজিল্যান্ডের মহারণ। ব্ল্যাক ক্যাপসদের পেস অ্যাটাক যে এবার বিশ্বকাপে অন্যতম সেরা তা প্রমানিত। যদিও শিখর না থাকার অস্বস্তি দলের অন্দরে ঢুকতে দিতে নারাজ কোহলি, শাস্ত্রী। ধাওয়ানের বদলে রোহিতের সঙ্গে ওপেনিং স্লটে ফিরছেন লোকেশ রাহুল। ৪ নম্বরে কে থাকবে তা নিয়ে ম্যাচের দিনই সিদ্ধান্ত নেবে থিঙ্ক ট্যাঙ্ক। ঋষভকে ইংল্যান্ডে পাঠালেও এখনই তাকে স্কোয়াডে নেওয়ার কথা হচ্ছে না। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ম্যাচের দিকে আপাতত সবাইকে ফোকাস করতে বলা হচ্ছে। এদিকে ট্রেন্টে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তাই ম্যাচ কত ওভারের হবে তা যথেষ্ট ধন্দের। তবে পয়েন্টের কথা ভেবে ম্যাচ পুরোটাই খেলতে চাইছে রোহিতরা। প্রতিপক্ষ বোল্ট-ম্যাটদের বিষয়ে সতর্ক হয়েই খেলতে নামছে টিম ইন্ডিয়া। রাহুল-রোহিতের ব্যাটেই বড় রানের ভরসা ভারতের। নতুন বলে হেনরি-বোল্টদের ট্যাকেল করার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। অন্যদিকে কিউযিদের সামনে প্রতিপক্ষ টিম ইন্ডিয়া মানে বড় পরীক্ষা। লকি ফার্গুসন আগে থেকেই ঠিক করে রেখেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে শুধু জয় নয় বিরাটের উইকেটটিও নিজের জন্মদিনের উপহার হিসেবে নেবেন।

একনজরে দেখে নেওয়া যাক দুই পক্ষের শক্তিদুর্বলতার দিকগুলি….

ভারতের শক্তি

বিশ্বকাপের শুরু থেকে রোহিত শর্মার রানের মধ্যে থাকা।

বোলিং বিভাগে ভুবনেশ্বর-বুমরাহ জুটির ক্লিক করে যাওয়া।

হার্দিক পান্ডিয়ার ব্যাট হাতে দুরন্ত পারফর্মেন্স।

ভারতের দুর্বলতা

শিখরের অনুপস্থিতিতে দলে ফাঁক তৈরি হওয়া।

নয়া ব্যাটসম্যান চার নম্বরে এসে মানিয়ে নেওয়া।

কুলদীপের থেকে আশানুরূপ পারফরমেন্স না পাওয়া।

যদিও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া তবুও কিউয়িদেরও আছে বেশ কিছু শক্তি ও দুর্বলতার দিক।

কিউয়িদের শক্তি

বিশ্বকাপে টানা ৩ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস।

প্রথম ৩ ম্যাচেই প্রতিপক্ষকে অল আউট করেছে কিউয়িরা।

জিমি নিশাম-ম্যাট হেনরি-ট্রেন্ট বোল্টদের দুরন্ত ছন্দে থাকা।

কিউয়িদের দুর্বলতা

বিশ্বকাপে এখনও পর্যন্ত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি না হওয়া।

বাংলাদেশের বিপক্ষে মিডিল ওর্ডারে খারাপ পারফরমেন্স।

শক্তি, দুর্বলতা, ভুল ত্রুটিকে ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চে আগামীকালের লড়াইযে এগিয়ে যেতে মুখিয়ে উইলিয়ামসন-বিরাট দুই শিবিরই।