Date : 2024-04-20

ICC World Cup:2019 ওভালে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শ্রীলঙ্কার…

ওয়েব ডেস্ক: শনিবার ওভালে বিশ্বকাপের ম্যাচে ভারতীয় সময় বিকেল ৩টেয় মুখোমুখি শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া। এবার বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থা খুব একটা ভোলো নয়। ৪ ম্যাচের মধ্যেই দুটিই ভেস্তে গেছে বৃষ্টির জন্য। ১ ম্যাচ জিতে ও ১ ম্যাচে হারের পর করুণারত্নের দলের পয়েন্ট সংখ্যা ৪।

সেদিকে থেকে অস্টেলিয়ার অবস্থা অনেকটাই ভালো। ৪ ম্যাচে ৩টিতে জিতেছে অজিরা। দুই দলের মুখোমুখি সাক্ষাতে ১০ বারের ৭ বার জিতেছে অজিরা। ২ বার লঙ্কানরা। ১ টি ম্যাচের মিমাংসা হয়নি। ২০১৫ বিশ্বকাপে শেষ সাক্ষাতে শ্রীলঙ্কাকে ৬৪ রানে হারিয়েছিল ক্যাঙারুরা।

ওয়ার্নারের যা ফর্ম তাতে লঙ্কানদের বিপক্ষে নামার আগে স্বস্তিতেই আছে ব্যাগি গ্রিনসরা। ওপেনিং জুটি ক্লিক করায় লঙ্কানদের বিপক্ষেও এগিয়ে থেকই শুরু করবে ফিঞ্চরা। বোলিংয়েও স্টার্চ-কামিনসরা ফখন তখন লঙ্কান ব্যাটিং অর্ডারে ত্রাস সৃষ্টি করতে পারে, তাই কিছুটা হলেও এগিয়ে রয়েছে অজিরা।

কিউয়িদের কাছে হারের পর আফগানদের বিপক্ষে জয়, এরপর জোড়া ম্যাচ ভেস্তে যাওয়ার শনিবারের ম্যাচেই অ্যাসিড টেস্ট হতে চলেছে শ্রীলঙ্কার কাছে। নুয়ান প্রদীপকে অজিদের বিপক্ষে খেলানো যাবে কিনা সন্দেহ রয়েছে, তাই মালিঙ্গার ওপর বর্তাচ্ছে বাড়তি দায়িত্ব। ব্যাটসম্যানদের থেকে আরও দায়িত্বশীল ইনিংস চাইছেন লঙ্কান কোচ-অধিনায়ক।