Date : 2024-04-24

এখনই কাটছে না অস্বস্তি…

ওয়েব ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। ছিঁটেফোঁটা বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই শহরবাসীর।

আর্দ্রতা অস্বস্তি কাটছে না একেবারেই।আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷

তাপপ্রবাহের সম্ভাবনা পুরুলিয়া,বাঁকুড়া,ঝাড়গ্রামে৷পশ্চিমেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা ৷

তাপপ্রবাহের সম্ভাবনা মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনাতেও ৷গরমের সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ৷

তবে সন্ধেয় বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ 

মৌসু্মি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সিকিম, উত্তরবঙ্গে ৷ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উত্তরের ৫ জেলায়৷