Date : 2023-03-22

স্টারকিডদের উইকেন্ড পার্টির এক্সক্লুসিভ ছবি

ওয়েব ডেস্ক: গোটা মুম্বই ইন্ডাস্ট্রির রাজত্ব অনেকদিন আগেই স্টারকিডদের হাতে চলে গিয়েছে। সিনেমা জগত এখন দাপিয়ে বেড়াচ্ছে ওরাই।

তালিকাটা অনেক বড়। যেমন, শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর থেকে শুরু করে, সইফ ও অমৃতা-এর কন্যা সারা আলি খান।

অন্যদিকে আছে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পাণ্ডে, প্রমুখরা। মুম্বই শহরে পা রেখেছে শাহরুখের দুই ছেলেমেয়ে আরিয়ন ও সুহানা।

সামার ভ্যাকেশনে তারা বাড়িতে এসেছে বাবা-মা ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে।

তাই আর দেরি না করে উইকেন্ড শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে তাদের পার্টি। তবে তারা একা নয়। সঙ্গে আছে অবশ্যই ছোটবেলাকার বন্ধুরাও।

শুক্রবার মুম্বই-এর একটি নামী রেস্তোঁরা থেকে ডিনার করে বেরোতে দেখা গেল পুরো টিমকে।

সেই টিম মেম্বারদের মধ্যে আরিয়ন, সুহানা উপস্থিত ছিল তো বটেই, তবে সঙ্গে ছিল অনন্যা পাণ্ডে ও তার ভাই অহন পাণ্ডে।

এছাড়াও দেখা গেল সঞ্জয় কপুরের মেয়ে শনায়া কপুরকেও। তারই কিছু এক্সক্লুসিভ ছবি আর প্লাস ওয়েবে…