ওয়েব ডেস্ক: বলিউড ছেড়ে এবার সাউথে। বলিউডের এক নাম করা নায়িকা নিলেন এমন এক সিদ্ধান্ত। সেটা আর কেউ নন সানি লিওন। এবার একটি হরর কমেডি সিনেমায় কাজ করতে চলেছেন সানি।
তারপরেই তিনি খুব শিঘ্রই পাড়ি দিতে চলেছেন সাউথ ইন্ডাস্ট্রিতেও। এই সিনেমাটির শুটিং হবে উত্তরপ্রদেশে। এখানকার লোকাল ছবি বলে সেখানকার ভাষা শিখতে ব্যস্ত এখন সানি। ছবির নাম, কোকো কোলা।
সানি বললেন, তিনি সমসময়ই নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসেন। নতুন জিনিস শিখতে, নতুন ধরনের কাজ করতেও চান। এই বিষয়ে সবসময়ই মুক্তমনা থাতেই পছন্দ করেন এই নায়িকা।
সেই কারণেই বলিউড থেকে কিছুদিনের জন্য সরে যাওয়ার এই সিদ্ধান্ত। আপাতত জুলাই থেকে উত্তরপ্রদেশে এই নতুন শুটিং-এই ব্যস্ত থাকবেন তিনি।