Date : 2021-12-02

হঠাৎ গুলি লাগল সানি লিওনের, তারপর?…

ওয়েব ডেস্ক: হঠাৎ এমন কি হল? যে এমন একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখিন হতে হল অভিনেত্রীকে?

সানি লিওন নিজেই তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে কয়েকটি লোক তার দিকে বন্দুক তাক করে আছে।

আর সেই বন্দুকের গুলিতে ঘায়েল হয়ে লুটিয়ে পড়ছেন নায়িকা। বার বার ডাকাডাকি করা সত্তেও তিনি উঠছেন না। হঠাৎ কি এমন হল? সত্যিই কি কোনো বড় বিপদ হল তাহলে সানির? না, ভয়ের কিছুই নেই।

সম্প্রতি একটি সিনেমার শুটিং-এ এরকম একটি ভিডিও করে নিজেই পোস্ট করলেন, মজার ছলে। সানির পরের ছবি “কোকোকোলা”র শুটিং-এই এমন কান্ড ঘটালেন। সেটের সবাই প্রথমে অবাক হলেও পরে সানির প্র্যাঙ্কের কথা জানতে পেরে বেশ মজাই পেয়েছে।