Date : 2022-12-06

নতুন দেশে বসত গড়লেন স্বস্তিকা…

ওয়েব ডেস্ক: মেয়ের সাথে বিদেশে সময় কাটাচ্ছে এই নায়িকা।

তাঁর শেষ ছবিতে দর্শকদের মনে এক অন্য জায়গা করেছিলেন আরেকবার।

যদিও টলিউডের এই নায়িকাকে প্রথম থেকেই সবাই পছন্দ করেন।

কখনও তাঁর বোল্ড লুকের জন্য আবার তাঁর অভিনয়ের ভিন্নতার কারণে।

নিশ্চই এতক্ষণে বুঝতে পেরেই গেছেন কার কথা বলছি।

সবার প্রিয় স্বস্তিকার কথা। সৃজিৎ মুখার্জ্জির শাহজাহান রিজেন্সিতে কমলিকার চরিত্রে তাঁর অভিনয় দর্শককের মন ছুঁয়েছে।

বেশ কিছুদিন ধরেই এই নায়িকার বসত থাইল্যান্ডে। মেয়ে অন্বেষার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন মা স্বস্তিকা।

প্রমিত সেনের সঙ্গে ২০০৭ সালে বিচ্ছেদ হয়ে গেলেও মেয়ের সঙ্গে মায়ের সম্পর্কে কোনো চিড় ধরেনি।

যদিও দুজনকে পাশাপাশি দেখলে মা-মেয়ে বোঝা মুশকিল। ৩৮ বছর বয়সেও নিজেকে ধরে রাখতে ভোলেননি তিনি। পোস্ট করলেন দুজনের থাইল্যান্ড ট্রিপের কিছু ছবি।