Date : 2024-04-20

রেপো রেট কমাল আরবিআই, সস্তা সুদের হার…

ওয়েব ডেস্ক: রেপো রেট কমাল আরবিআই। এর আগে রেপো রেট ছিল ৬ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫.৭৫ শতাংশ। আর্থিক নীতি সংক্রান্ত একটি বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানান আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস।

প্রসঙ্গত, গত অর্থ বর্ষের মার্চ কোয়াটারে জিডিপি ছিল ৫.৮ শতাংশ। আর  এভাবেই সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা  দেশের তকমা হারিয়ে ফেলে  ভারত। ভারতকে পরাজিত করে চিনের আর্থিক বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৬.৪ । এধরনের  আর্থিক পরিস্থিতিতেই রেপো রেট কমিয়ে দিল দেশের  শীর্ষ ব্যাঙ্ক।

এদিকে রেপো রেট কমার সুফল ভোগ করতে চলেছেন সাধারণ মানুষও।বিশেষজ্ঞদের মতে রেপো রেট কমার ফলে কমতে পারে বাড়ি থেকে গাড়ি ঋণ। একই সঙ্গে ব্যাঙ্কে বিনিয়োগের সুদ কমবে।এদিকে আরবিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে পতন।সেনসেক্স পড়ে ৩০০ পয়েন্ট।

শতাংশের হারে পতনের পরিমাণ প্রায় ০.৮ শতাংশ। আর নিফটি নামে ১০,৭৬০ পয়ন্টে।  শুধু শেয়ার বাজার  নয় পড়েছে  টাকার দামও। ডলারের তুলনায়  নতুন  করে ২৬ পয়সা  কমে টাকার দাম  হয়  ৭০. ৭৫ টাকা।