Date : 2024-04-24

নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ জয় ইংল্যান্ডের

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে জয় পেল ইংল্যান্ড।নেপথ্যে জয়ের কান্ডারী নিউজিল্যান্ডেই জন্ম হওয়া বেন স্টোকস।চাপের মধ্যে স্টোকস আর বাটলারের গুরুত্বপূর্ণ লড়াই জয় এনে দিল ইংল্যান্ডকে।আর ম্যাচের কথা তো না বললেই নয়।

টান টান উত্তেজনার এরকম ম্যাচ দেখার জন্যই তো মুখিয়ে থাকে দর্শকরা।আর সেই খেলাতেই ইংল্যান্ডের হয়ে বাজিমাত করলেন বেন স্টোকস। রবিবারের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে যখন ৮৬ তে ৪ উইকেট খুইয়েছে দল, সে সময় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন এই দুই তরুণ তুর্কি।গড়ে তুললেন ১১০ রানের পার্টনারশিরপ।৬০ বলে ৫৯ রান গেল বার্টলারের আর স্টোকস অপরাজিত থাকেন ৮৪ রান করে।

মনুয়াকাণ্ডে পিছিয়ে গেল সাজা ঘোষণা, নিরাশ নিহতের পরিবার

#newsrplus #biswasobiswas

ইতিহাসের নানান রহস্য রোমাঞ্চ নিয়ে তৈরি বিশেষ সেগমেন্ট "বিশ্বাস অবিশ্বাস" দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র "Rplus" এ।R Plus News,R Plus News,

Posted by RPLUS News on Saturday, July 13, 2019

তবে শুধু বিশ্বকাপ জয় নয়। ইংল্যান্ড প্রথম দেশ যারা একসঙ্গে ফুটবল, রাগবি এবং ক্রিকেট বিশ্বকাপ জিতল।আক সব থেকে বড় কথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও মীমাংসা হয়নি ম্যাচের। তাই বেশি বাউন্ডারির নিরিখে এবারের বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গেল ইংল্যান্ড।