Date : 2024-04-24

মাত্র ১২ বছরের মেয়ে বানালো, ৩ সেকেন্ডে জামা গোছানোর রোবট…

ওয়েব ডেস্ক: আপনি কী খুব অলস?  তাহলে আপনার জন্য আছে একটা দারুণ সুখবর।

এবার থেকে আপনাকে আর নিজে হাতে গোছাতে হবে না জামাকাপড়। সেই কাজ করে দেবে একটি রোবট। ১২ বছরের একটি মেয়ে তৈরি করল এমন একটি রোবট, যা ৩ সেকেন্ডে ভাঁজ করে দেবে জামা-কাপড়।

ছোটোবেলায় আমাদের কাছে এরকম রোবট মানে কেবলমাত্র একজনের কথাই জানতাম, সে হল “করিশ্মা কা করিশ্মা” সিরিয়ালের করিশ্মার কথা। নিশ্চই ভাবছেন, এইসব রোবটের ব্যপার-স্যাপার তো একমাত্র সম্ভব প্রথম বিশ্বের দেশগুলিতে।

ঠিক এখানেই হল আসল গলদটা। একদমই ভুল ভাবছেল। নাইজেরিয়ার কোডার বলে মাত্র ১২ বছরের একটি মেয়ে এই রোবটটি তৈরি করে।

আরও পড়ুন : প্লাস্টিক খেয়ে মারা গেল ৯টি হরিণ…

যা ভাঁজ করে রাখতে পারবে জামাকাপড় ও সঙ্গে পাশেই পড়ে থাকা কোনো জিনিস এনেও দিতে পারবে।

অলস মানুষদের জন্য যথাযথ আবিষ্কার এই রোবট। এই লরোবটটি বিক্রি হচ্ছে ১০০০ ডলারে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮,৫৬০ টাকা।

কোডার এই রোবটটি তৈরি করেছে নিজের ও তার আশেপাশের লোকের সুবিধার জন্য। তাকে জিজ্ঞেস করলে সে আরও বলে, প্রতি শনি ও রবিবার বাড়িতে প্রচুর জামাকাপড় ধোয়া হয়।

#Newsrplus_Ranakhetra

রাজ্যসভায় সংখ্যাগরিষ্টতা পেতে মরিয়া বিজেপি। কর্ণাটক, বাংলা থেকে গোয়া। বিজেপির আগ্রাসনে দিশেহারা বিরোধীরা। দেখুন 'একেই বলে গনতন্ত্র' রণক্ষেত্র আজ রাত ৮ টায়।

Posted by RPLUS News on Sunday, July 14, 2019

পরে সেগুলো ভাঁজ করতেহতে তাকেই। সেই কারণেই এই রোবটটি বানিয়েছে কোডার, যাতে তাকে আর জামাকাপড় গোছাতে না হয়।

#newsrplus #biswasobiswas

ইতিহাসের নানান রহস্য রোমাঞ্চ নিয়ে তৈরি বিশেষ সেগমেন্ট "বিশ্বাস অবিশ্বাস" দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র "Rplus" এ।

Posted by RPLUS News on Saturday, July 13, 2019

মাত্র ১২ বছর বয়সেই মেয়েটি এই রোবটটি বানিয়েছে কিছু পিন, কিছু বিম ও ইভি৩ ব্রিক দিয়ে। কোডার চেষ্টা করছে এটিকে আরও উন্নত বানানোর। যাতে সে এটা বিক্রি করতে পারে।