ওয়েব ডেস্ক: বয়স প্রায় ৬৫র কাছাকাছি।
এই প্রথমবার তিনি প্রতিদ্বন্দী হতে চলেছেন
অমিতাভ বচ্চন, ভিকি কৌশল, রনবীর সিংয়ের মতো অভিনেতাদের।
অবাক হচ্ছেন নিশ্চই।
নিশ্চই ভাবনা আসছে যে কোনো অভিজ্ঞতা ছাড়া বা ভালো করে অভিনয়টা করার আগেই কিভাবে এই নাম না জানা অচেনা ভদ্রলোকটি এরকম বড় মাপের অভিনেতাদের সঙ্গে একসারিতে দাঁড়িয়ে আছেন?
মেলবর্নের ভারতীয় সিনেমার ফেসটিভ্যালে দেখা গেছে এই লোকটি অভিনীত, নামদেব ভাউ- ইন সার্চ অফ সইলেন্স ছবিটি।
ছবিটি মনোনীত হয়েছে শ্রেষ্ঠ অভিনেতার ভিত্তিতে। সেই তালিকায় আছে এই ৬৫ বছর বয়সী নামদেব গৌরবের নাম। যাঁর উল্টোদিকেই দাঁড়িয়ে আছে বলিউডের সব তাবড় তাবড় শিল্পীর।
এই ছবিটি প্রযোজক ধীর মোমায়া প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন যে তিনি তাঁর ড্রাইভারকেই ছবির প্রধান চরিত্রে রাখবেন।
তবে ছবির পরিচালক ডার গাই প্রথমে এটা খুব একটা মেনে না নিলেও পরে তিনি নিজেই নামদেবের অভিনয় দেখে চমৎকৃত হন।
নামদেব নিজে ও তার বাড়ির সবাইই খুব খুশি। মহারাষ্ট্রের বাইরে নামদেবের কোনোদিনই যাওয়া হয়নি। এই সিনেমার মাধ্যমে এই স্বপ্নও পূরণ হয়েছে তার।