ওয়েব ডেস্ক: কিছুদিন আগে পর্যন্তও প্রচন্ড দাবদাহে ফুটছিল শহর।
প্রচন্ড গরমে যখন একেবারে সবাই নাজেহাল, তখন ছোটো থেকে বড় সবারই এক মাত্র স্বস্তির নিশ্বাস ছিল কেবল কোল্ড ড্রিংস ও আইস ক্রিম।
এইগুলো এমন একটা জিনিস যা সবার কাছেই খুব কাছের। কিন্তু আপনি যে আইসক্রিমটা খাচ্ছেন সেটা আগের থেকে কেউ চেটে রেখে দেয়নি তার কি গ্যারান্টি?
শুনে চমকে গেলেন নিশ্চই? ঠিক এমনই একটি ঘটনা দেখে চমকেছে সারা নেটদুনিয়াও।
কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে আইসক্রিমের বাক্স খুলে বেশ কয়েকবার চাটতে, আবার বাক্সটি বন্ধ করে তাড়াতাড়ি ফ্রিজে ঢুকিয়ে পালাতে। ভিডিওতে শোনা গেছে আরেকজনের গলার স্বরও। যে ভিডিওর মেয়েটিকে সাহস যোগাচ্ছে কাজটি করতে।
যে কোম্পানির আইসক্রিমটিকে ভিডিওতে দেখা যাচ্ছে তাদের জিজ্ঞেস করা হলে বলেন, খাবার যথেষ্ট নিরাপদ ভাবেই রাখা হয়। এরকম কেন হল সেই উত্তর দিতে পারেননি তাঁরা। ভিডিওটি দেখেই যদিও বোঝা যাচ্ছে এটি মজার ছলেই করা হয়েছে।
কিন্তু এমন একটি মজা খুব একটা ভালো চোখে দেখেনি নেটিজেনরা। তীব্র নিন্দা জানিয়েছে সবাই সোশ্যাল মিডিয়ায়। এমন কি তারা আইসক্রিমের সেই বাক্সটি যে কিনেছে তার কথা ভেবেও আফশোস প্রকাশ করেছে।