Date : 2024-04-20

ইকর্মাস সংস্থার সঙ্গে চুক্তি ভারতীয় রেলের

ওয়েব ডেস্ক- ইকমার্স সংস্থা অ্যামাজনের সঙ্গে চুক্তি করতে চলেছে ভারতীয় রেল।রেলওয়ের বোর্ডের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।ভারতীয় রেলের পক্ষ থেকে ২ টি ট্রেনের পার্সেল ভ্যান অ্যামাজনকে দেওয়া হবে ব্যবহারের জন্য। যার মধ্যে একটি হচ্ছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস এবং অপরটি হল মুম্বই রাজধানী এক্সপ্রেস।

আপাতত ১ মাসের পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এই পদ্ধতি তবে প্রয়োজন পড়লে এই সময় ৩ মাস অবধি বাড়তে পারে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। রেলের মালবাহী কামরায় ২.৫ টন মাল রাখার জায়গা পাবে অ্যামাজন এবং বাকি ১.৫ টন জায়গা খালি রাখা হবে অন্যান্য রেলের জন্য।তার জন্য বেশ ভালো মানের অর্থও খরচ করতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ।

তবে ভারতীয় রেলের পক্ষ থেকে লোডিং এবং আনলোডিংয়ের বিষয়টি অ্যামাজনের হাতে যাওয়ায় ক্ষুব্দ্ধ রেল শ্রমিকরা। তাদের দাবি মাল লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে  অ্যামাজনের আধিপত্য বাড়লে কাজ হারাবেন অনেক শ্রমিক।