ওয়েব ডেস্ক: কলকাতায় তৈরি হচ্ছে ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো।
১৬.৬ কিমি কলকাতা পূর্ব-পশ্চিম মেট্রো যাবে জলের তলা দিয়ে, যা প্রতিদিন প্রায় ১ মিলিয়নেরও বেশি মানুষকে নিয়ে যাবে।
পুরো কাজ শেষ হতে ২০২১ সাল।
এটি ভারতে প্রথম আন্ডারওয়াটার মেট্রো। প্রায় ৫২০ মিটারের দুটি টানেল থাকবে। একটি পূর্ব দিকে অন্যটি পশ্চিমে।
এটি নদীগর্ভ থেকে ৩০ মিটার নীচে থাকবে। হাওড়া থেকে মহাকরণ যাওয়ার পথে এক মিনিট সময় মতো মেট্রোটি থাকবে জলের ঠিক তলায়।
ট্রেনটি ৮০ কিমি প্রতি ঘন্টা বেগে যাতায়াত করবে। শোনা যাচ্ছে, সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত রুটটি ৫ কিমি বাড়িয়ে দেওয়া হবে।
কাজ শুরু হয়ে গেছে বহুদিন আগেই। খুব শিঘ্রই আসতে চলেছে ভারতের প্রথমবার আন্ডারওয়াটার মেট্রো, কলকাতায়।