ওয়েব ডেস্ক: সমকামিতা কোনো ব্যাধি নয়। এটা আজ মেনে নিয়েছে আমাদের দেশের সংবিধানও। ৩৭৭ আইন পাশ তারই একটি দৃষ্টান্ত।
তাই এখন প্রচুর ছেলে-মেয়ে তাদের সেক্সুয়ালিটি নিয়ে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারে।
ঠিক এমনই একজন তার সমকামিতার কথা নিজে মুখেই সবার সামনে স্বীকার করেছিলেন একজন অ্যাথলিট।
ইনিই ভারতের প্রথম এমন একজন মানুষ যিনি সর্বসমক্ষে বলতে ভয় পাননি সত্যিটা। তিনি একজন সমকামি এবং জানিয়েছিলেন তাঁর প্রেমিকার কথাও। পৃথিবীর সবথেকে বড় ম্যাগাজিন এবার সেই সাহসকেই দিল পরিচয়।
কসমপলিটান ম্যাগাজিনের কভার পেজে দেখা মিলল ভারতের সবথেকে দ্রুত মেয়ে দ্যুতি চন্দের ছবি। ওনাকে সল্যুট জানিয়েছে এই ম্যাগাজিন। সবার সামনে নিজেকে তুলে ধরার সাহস ও বুকের পাটা সবার থাকেনা।
দ্যুতির বড়ি থেকে তাঁর প্রেমিকার সঙ্গে সম্পর্ককে কেউ মেনে নেননি। কিন্ত তাতে পিছিয়ে পড়েননি এই অলিম্পিকে সবথেকে দ্রুত দৌড়ানো মেয়েটি।
আরও পড়ুন : বৃষ্টির জেরে ধস, পাহাড়ে বন্ধ টয় ট্রেন…
এমন কি তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে বলেওছেন যে তিনি কোনো অন্যায় করছেন না। এইবারের লেটেস্ট কসমপলিটান ম্যাগাজিনটি কিনলেই দেখতে পাবেন দ্যুতি চন্দের ছবি।