Date : 2024-04-19

১২ র বদলে বছরে ১৩ টি মাস এই দেশে!

ওয়েব ডেস্ক: ১৩ মাসে ১ বছর। পৃথিবীতে এমন অনেক সংস্কৃতি রয়েছে যারা নিজেদের ক্যালেন্ডার অনুসরন করতেই পছন্দ করেন। যার সঙ্গে বর্তমানে ব্যবহত  ক্যলেন্ডার অর্থাৎ পশ্চিমাদের জর্জিয়ান ক্যালেন্ডারের কম বেশি মিলও দেখা যায়।ইথিওপিয়াতে ক্যালেন্ডারে ১৩ মাসে ১ বছর ধরা হয়।

আরও পড়ুন: ডাইনোসরের বিশাল অস্থির হদিশ মিলল ফ্রান্সের এই শহরে

এই ক্যালেন্ডার জর্জিয়ান ক্যালেন্ডারের ৭ বছর আগের।সেপ্টেমবরের ১১ তারিখে ২০০৭ সালে নিউ মিলেনিয়াম উদযাপন করে ইথিওপিয়ানরা।কেননা তারা রোমান চার্চের তৈরি ক্যালেন্ডার অনুসরন করে চলেন যা ৫২৫ AD তে চালু করা হয়।

ইথিওপিয়ান ক্যালেন্ডারের  ১৩ মাসের প্রথম ১২ মাস ৩০ দিন করেই থাকে, কিন্তু শেষ মাসটি যাকে প্যাগুম বলা হয় যা ৫ বা ৬ দিনের হয়।এখনও পর্যন্ত ইথিওপিয়াবাসী এই ক্যালেন্ডার ব্যবহার করেন।যদিও এখন অনেক ইথিওপিয়ানেরই জর্জিয়ান ক্যালেন্ডার সর্ম্পকে ধারণা রয়েছে। এবং অনেকেই এখন দুটি ক্যালেন্ডারই সমান ভাবে ব্যবহার করতে পারেন। তবে এখানে এখনও বেশ কিছু ছুটি উদযাপন করা করা হয় যা সারা বিশ্বের থেকে আলাদা।