Date : 2024-04-25

ডেস্কটপে নতুন সাজে মেসেঞ্জার

ওয়েব ডেস্ক : ফেসবুকের মেসেঞ্জারে এবার বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন জুগারবার্গের সংস্থা। ২০১৮ সালে মেসেঞ্জারকে ঢেলে সাজানো হয়েছিল অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যার্টফর্মে। এরপর সেই প্লার্টফর্মের পর এবার ডেস্কটপ ভার্সনেও ফেসবুক মেসেঞ্জারকে সাজাতে উদ্যোগী ফেসবুক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিশেষ সম্মান ফেরালেন বেন স্টোকস্

নতুন এই ভার্সন খুব শীঘ্রই বাজারে চলে আসবে বলে জানা গেছে। ডেস্কটপের এই ভার্সনে মোবাইলের সঙ্গে খুব একটা বেশি পার্থক্য থাকবেনা। তাছাড়া ডেস্কটপের ফেসবুক পেজেও খুব শীঘ্রই তারা আপডেট নিয়ে আসবেন বলে জানা গেছে।

#Newsrplus #biswasobiswas

পরমানু বোমা আর মহাকাব্যের মধ্যে কী যোগ রয়েছে ? শ্রীকৃষ্ণের দ্বারকা রাজ্য জলের তলায় কিভাবে ? এসব নানান ঘটনা, রহস্য নিয়ে দেখুন বিশেষ সেগমেন্ট 'বিশ্বাস অবিশ্বাস' আজ রাত ১০ টায় শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Tuesday, July 23, 2019

ফেসবুকে গ্রুপ বা ইভেন্টের মতো বহুল ব্যবহত ফিচারগুলির ক্ষেত্রে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মেও বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবছে ফেসবুক কতৃপক্ষ। এবং সেগুলিও খুব শীঘ্রই ডেস্কটপ ভার্সনে পাওয়া যাবে বলে জানিয়েছেন তারা।