Date : 2024-04-20

পাশের বাড়িতে ‘অবৈধ’ সম্পর্কের কারণে বাস্তুহারা হতে হল সারমেয়কে…

ওয়েব ডেস্ক: বাড়ি থেকে পোষ্যকে তাড়িয়ে দেওয়াকে একটা ঘৃণ্যতম অপরাধের মধ্যে ফেলা উচিৎ।

পাশের বাড়ির সারমেয়র সঙ্গে সম্পর্ক থাকার অপরাধে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল একটি সারমেয়কে।

তিন বছর বয়সি সাদা রঙের পোমেরানিয়ান জাতের সারমেয়টিকেই বাড়ি থেকে বের করে দিল তার মালিক।

তিরুবনন্তপুরমে ঘটেছে এই ঘটনাটি।

তাকে খুঁজে পাওয়া যায় একটি বাজারের মাঝে। সঙ্গে পাওয়া যায় একটি চিঠি। যেখানে লেখা, ‘ও খুবই ভালো একটি কুকুর। খুব ভালো স্বভাব। বেশি খাবার খায় না। সপ্তাহে ৫ দিন স্নান করাতে হয়। এই তিন বছরে কাউকে কামড়ায়নি। ও বেশিরভাগ সময় দুধ, বিস্কুট ও ডিম খায়।

#newsrplus_Ranakhetra

কূটনেতিক স্তরে ভারত পাকিস্তানকে কোনঠাসা করেছে, নরেন্দ্র মোদীর সাফল্য কি ট্রাম্পকেও ভাবিয়ে তুলেছে? দেখুন 'মোদীর কূটনীতি' রণক্ষেত্রে আজ রাত ৮.৩০ টা শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Wednesday, July 24, 2019

ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে পাশের বাড়ির একটি সারমেয়র সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত’। আশেপাশের লোকজনই খবর দেয় একটি ডগ রেসকিউ সংস্থাকে।

#Newsrplus #biswasobiswas

পরমানু বোমা আর মহাকাব্যের মধ্যে কী যোগ রয়েছে ? শ্রীকৃষ্ণের দ্বারকা রাজ্য জলের তলায় কিভাবে ? এসব নানান ঘটনা, রহস্য নিয়ে দেখুন বিশেষ সেগমেন্ট 'বিশ্বাস অবিশ্বাস' আজ রাত ১০ টায় শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Tuesday, July 23, 2019

তারাই উদ্ধার করে সারমেয়টিকে। বাড়িতে পোষ্য রাখার আগে মানুষের শিক্ষিত হওয়াটা সবার আগে প্রয়োজন। নাহলে এরকমভাবেই বাড়ির পোষ্যরা দিনের পর দিন অত্যাচারিত হবে।