ওয়েব ডেস্ক: মোদী সরকার নিল এবার এক নতুন সিদ্ধান্ত। দেশে শিশু নির্যাতনের সংখ্যা দিন দিন বাড়ছে।
সেই সংখ্যার উপরে নজর পড়েছে এবার সরকারের। সেই জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে শিশু ধর্ষকদের দেওয়া হতে পারে সোজা ফাঁসির সাজা।
এমন কি যারা চাইল্ড পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত তাদেরও হতে পারে ফাঁসির সাজা। বুধবারেই কেন্দীয় মন্ত্রীসভা ছাপত্র দিয়েছে পকসো আইন ২০১২-র সংশোধনীতে।
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ স্টেটাস এবার শেয়ার করা যাবে ফেসবুকেও…
যার ফলে আরও কঠিন হয়েছে শিশুদের উপর যৌন নির্যাতনের সাজা। এই ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। সমাজ ধিরে ধিরে এগোচ্ছে ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধের দিকে।
তাই শিশুদের উপর যৌন নির্যাতনের উপর একটি কড়া শাস্তির খুব প্রয়োজন বলে অনেকদিন ধরেই দাবী উঠেছিল। শেষ পর্যন্ত এই দাবী মানল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১২ সালে শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধনে সম্মতি জানিয়েছেন মোদী মন্ত্রীসভা।
ধর্ষণের অভিযোগে দোষীর তালিকায় কোনও নাবালক বা নাবালিকা থাকলে ও তারা দোযী সাবস্ত্য হলে মৃত্যুদন্ড হতে পারে তাদেরও।