Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কেন্দ্রের অনুমতি ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বিদেশ থেকে অর্থ সংগ্রহ করতে পারে না। বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন, ২০১০-এর আওতায় ছাড়পত্রের প্রয়োজন। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে দেশবিরোধী সংগঠনের যোগ পাওয়া গেলে, ওই সংস্থার বিদেশ থেকে অনুদান সংগ্রহের ছাড়পত্র বাতিল হবে।
  • অসুস্থ বাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ভর্তি শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। আপাতত স্থিতিশীল বিমান বসু।
  • অ্যাকাউন্ট হ্যাক করে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর অভিযোগ। মালদহ এবং উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ৪।
  • অশান্ত মণিপুরে ফের হামলা। জখম ২। জিরিবাম জেলায় জারি কার্ফু। দগ্ধ বাড়ি থেকে উদ্ধার দেহ।  সিআরপিএফের গুলিতে ১১ কুকি জঙ্গির মৃত্যুর পর থেকেই কার্ফু জারি জিরিবামে। 
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। মনোজ মিত্রের তৈরি নাট্যদলের নাম ‘ঋতায়ন’। তাঁর ঝুলিতে রয়েছে ‘অবসন্ন প্রজাপতি’, ‘নীলা’, ‘মৃত্যুর চোখে জল’, ‘সিংহদ্বার’, ‘ফেরা’-র মত বিখ্যাত নাটক। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি হল ‘বাঞ্ছারামের বাগান’, ‘শত্রু’, ‘তিন মূর্তি’, ‘দামু’ প্রমুখ।
  • অসম উপনির্বাচনে সামাগুড়িতে ফের উত্তেজনা। বিজেপির মিছিলে গুলি। জখম ২ জন। গুলি লাগে বিজেপি বিধায়কের গাড়িতে। আক্রান্ত কংগ্রেসের প্রার্থী। অপহৃত নির্দল বিধায়ক। কংগ্রেসের দাবি, বিজেপি কর্মীরাই গুলি চালিয়েছিল। গুলিবিদ্ধ ইমাম উদ্দিনকে পুলিশ জোর করে গ্রেফতার করে মূল হামলাকারী সাজাচ্ছে।
  • দারুল উলুম দেওবন্দ প্রাঙ্গণে মহিলাদের প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার উত্তরপ্রদেশ সরকারের। মহিলাদের প্রবেশের ব্যাপারে থাকছে কিছু নিয়ম। সূর্যাস্তের পরে কেউ ক্যাম্পাসে থাকতে পারবেন না। মহিলাদের হিজাব পরে পরিবারের কোনও পুরুষ সদস্যের সঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।
  • বাবা সিদ্দিকি খুনে গ্রেফতর মূল অভিযুক্ত শিবকুমার। খুনের ২৯ দিন পরে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। শিবকুমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আনমোল বিশ্নোইয়ের। অভিযুক্তকে নেপালে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল।
  • ইউক্রেনের প্রেসিডেন্টের পরে এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে ফোন।
  • ভোট পরবর্তী হিংসায় প্রথম জামিন। ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর শীর্ষ আদালতের। জামিনে মুক্তরা হলেন অপু মুখোপাধ্যায় ওরফে বাবুসোনা, আজহার শেখ, রাজেন্দ্র শর্মা এবং সুরেশ লালা। কৃষ্ণনগরে ভোট পরবর্তী হিংসা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। তিন বছর জেলবন্দি থাকার পর জামিন পেলেন তাঁরা।
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন সঞ্জীব খান্না। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতির পদে বসছেন বিচারপতি সঞ্জীব খান্না। ২০২৫-এর ১৩ মার্চ তিনি অবসর গ্রহণ করবেন।
  • আরজি কর-কাণ্ডে বিচার প্রক্রিয়া শিয়ালদহ আদালতে। এই মামলায় মোট সাক্ষী ১২৮ জন। ১২৮ জনের মধ্যে জুনিয়র ডাক্তার, কলকাতা পুলিশ, ফরেন্সিক বিভাগের আধিকারিকেরাও রয়েছেন। মামলায় প্রথম সাক্ষী হিসাবে আদালতে বয়ান নির্যাতিতার বাবা-মা-এর।
  • শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। তালড্যাংরায় নির্বাচনী প্রচারে গিয়ে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি তৃণমূলের।
  • প্রাণনাশের হুমকি মিঠুন চক্রবর্তীকে। শাহাজাজা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে হুমকির অভিযোগ। ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে অভিনেতাকে। সম্প্রতি মিঠুনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। তার পরিপ্রেক্ষিতে এই হুমকি।
  • New Date  
  • New Time  
“কুলভূষণকে আন্তর্জাতিক আদালত বেকসুর খালাস করেনি”:ইমরান খান

18
July 2019

“কুলভূষণকে আন্তর্জাতিক আদালত বেকসুর খালাস করেনি”:ইমরান খান

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক আদালতের রায়ের ভিত্তিতে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নিদান ফের খতিয়ে দেখার নির্দেশ ও ভারতের কূটনীতিকদের তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানকে। এই রায়কে রীতিমতো স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি টুইট্যারে টুইট করে বলেন, ‘‘আন্তর্জাতিক আদালত বেকসুর খালাস ঘোষণা করেনি, ছেড়ে দিতে বা ভারতের হাতে তুলে দিতেও বলেনি কুলভূষণ যাদবেকে। এর প্রশংসা করছি।” তিনি বলেছেন কুলভূষণ যাদব পাক নাগরীকদের বিরোধী কাজ করেছে এবং পাকিস্তান আইন মেনেই এই মামলার বিচার করবে।

উল্লেখ্য গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে কুলভূষণকে গ্রেফতার করে পাক নিরাপত্তা বাহিনী। ২০১৬ সালে কুলভূষণকে পাক সামরিক আদালতে দোষী সাব্যাস্ত করে তাঁকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এরপরেই নৌসেনার প্রাক্তন এই অফিসারের মৃত্যুদণ্ডে রায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করা হয় ভারতের তরফে।

তাঁদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক আদালতের ভাইস প্রেসিডেন্ট চিনা বিচারপতিও। বিপক্ষে ভোট দিয়েছেন কেবল পাকিস্তানি বিচারপতি তাসাদুক হুসেন জিলানি।২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলা-পরবর্তী উত্তপ্ত পরিবেশে আন্তর্জাতিক ন্যায় আদালতে সওয়াল করেন ভারত ও পাকিস্তানের কৌঁসুলিরা।

ভারতের কৌঁসুলি হরিশ সালভে জানান, ভিয়েনা সনদ লঙ্ঘন করে ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেয়নি পাকিস্তান। ভারতের পক্ষে কৌঁসুলি হরিশ সালভে জানান, ভারতীয় কুটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে না দিয়ে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান।

আরও পড়ুন : মাত্র ১ টাকা পারিশ্রমিকে দেশের নামী আইনজীবী লড়ছেন কুলভূষণ মামলা

পাশাপাশি পাক সামরিক আদালতের কার্যকলাপ নিয়েও আন্তর্জাতিক আদালতে প্রশ্ন তোলেন হরিশ সালভে। কুলভূষণের মুক্তির আর্জিও জানান তিনি। এরপরেই পাকিস্তানের পক্ষের আইনজীবী আন্তর্জাতিক আদালতে প্রশ্ন রাখেন, যাদব চরবৃত্তিতে অভিযুক্ত বলেই ভারতীয় কুটনীতিকদের তাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: কুলভূষণ মামলা, আর্ন্তজাতিক বিচারালয়ে রায় দান আজ

আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রেসিডেন্ট সোমালিয়ার বিচারপতি আব্দুলওয়াকি আহমেদ ইউসুফের নেতৃত্বাধীন বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ রায়ে জানায়, ভারতের আর্জি গ্রহণযোগ্য। পাকিস্তান ভিয়েনা সনদ লঙ্ঘন করেছে। সুতরাং ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে। তাঁর আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থাও করতে হবে। পাশাপাশি মৃত্যুদণ্ডের আদেশ মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​