Date : 2022-08-11

শেষ পর্যন্ত খুন করলেন যিশু সেনগুপ্ত?…

ওয়েব ডেস্ক: স্কুলে শিক্ষকতা করছেন যিশু সেনগুপ্ত।

গোয়ার সেই স্কুলে তিনি হলেন একজন অঙ্কের শিক্ষক।

তবে সত্যিই কী শুধুই তিনি শিক্ষক, নাকি তার পেছনেও লুকিয়ে এক বড় রহস্য।

কারণ ক্লাসের ফাঁকে তাকে দেখা গেল রক্তাক্ত হাত ধুতে। তাহলে আসল গল্পটা কি?

আরও পড়ুন :পঞ্জাবের ড্রাগ অ্যাডিক্টেটের প্রেমে পড়ে বিয়ে করল ডেনমার্কের মেয়ে, সারালো তার আসক্তিও…

না, অভিনেতা যিশু কোনো খুনই করেন নি, না তিনি কোনো স্কুলে শিক্ষকতা করছেন।

#Newsrplus_Biswas_abiswas

আত্মার ওজন কতো? কোথায় তার অবস্থান? জানেন কি? জানতে দেখুন "বিশ্বাস-অবিশ্বাস"- (১৬/৭/১৯)আজ রাত ১০টায়

Posted by RPLUS News on Monday, July 15, 2019

নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ আসছে টাইপরাইটার। তাতে যিশুকে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে।

চরিত্রটি সবার সামনে গণিত শিক্ষকের রূপে থাকলেও আদতে তা নয়। গোয়ার তিনজন স্কুলের বাচ্চারা মিলে ঠিক করে ভূত ধরবে।

#Newsrplus_Ranakhetra

ভাসছে উত্তরবঙ্গ, ফুটিফাটা দক্ষিণবঙ্গে, বৃষ্টির অভাবে ব্যাপক ক্ষতি চাষ-আবাদে, দেখুন "রণক্ষেত্র" ১৬/৭/১৯ আজ রাত ৮টায়

Posted by RPLUS News on Monday, July 15, 2019

এদিকে ওখানকারই একটি ভূতুড়ে বাড়িতে আসে পরিবার। যেখানে খুঁজে পাওয়া যায় একটি পুরোমো টাইপরাইটার।

তারপর আস্তে আস্তে বাড়িতে ঘটতে থাকে নানা ঘটনা। হঠাৎই হয় দুটো খুন। তারপর? সুজয় ঘোষের পরিচালনায় এই হরর ক্রাইম থ্রিলারটি নেটফ্লিক্সে আসতে চলেছে জুলাইয়ের ১৯এ।

শেষ পর্যন্ত কী হয় সে বাড়িতে? আদৌ কি খনের কিনারা মেলে? নাকি ওই টাইপরাইটার ঘিরেই জট বাঁধে নতুন এক রহস্য?