ওয়েব ডেস্ক: যৌন নির্যাতনের একটি নতুন নজির গড়ল যেন কলকাতা। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দিনের পর দিন ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন করার অভিযোগ আসল এবার এক গৃহশিক্ষকের বিরুদ্ধে।
রাজীব চক্রবর্তী নামক ওই শিক্ষক দিনের পর দিন একাধিক ছাত্রীর উপরে ঠিক এইভাবেই যৌন নির্যাতন চালাতেন বলে দাবী।
দীর্ঘদিন সহ্য করার পর দশম শ্রেণির ইংরাজি মাধ্যমের ওই ছাত্রী বাঁশদ্রোনী থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ করার পরে সোমবার রাত থেকেই ওই শিক্ষকের নেতাজিনগরের বাড়িতে তল্লাশি শুরু করে। উদ্ধার হয় ২টি কার্তুজ। এই ঘটনাটি ঘটার পর পরই অপর একটি ছাত্রী রাজীব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
আরো পড়ুন : ওজন কমাতে বদলান বাস্তু
মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। সেখান থেকেই তাকে গ্রেফতার করবে কলকাতা পুলিশ।
অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনি পড়াতেন। শোনা গেছে, এই যৌন অত্যাচার চলত প্রায় প্রতিদিনই। পড়াশোনার আড়ালেই চলত এই কাণ্ড। কখনও ছাত্রীদের বাড়ি গিয়েও চলত এই ঘটনা।
রীতিমত প্রাণনাশেরও হুমকি দিতেন তিনি ছাত্রীদের। সেই ভয়তেই এতোদিন কিছু বলতে পারেনি কেউ। তবে এবার প্রায় ২ জনের একই অভিযোগ জমা পড়েছে রাজীবের বিরুদ্ধে।