ওয়েব ডেস্ক: ওলা উবের বন্ধ এবং ভাড়া বাড়ানোর দাবিতে রাজ্য জুড়ে হরতালে নামতে চলেছে মহারাষ্ট্রের অটো ড্রাইভারেরা।সেই দাবির সমর্থনে মঙ্গলবার রাত থেকে অনির্দিষ্টকালীন হরতালে বসবেন বলে জানিয়েছেন তারা।
নিজেদের দাবির সমর্থনে তারা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন।তাদের দাবিগুলি মধ্যে যেমন ভাড়া বাড়ানোর আর্জি জানানো হয়েছে ঠিক তেমনই নতুন অটোর পারমিট যাতে না দেওয়া হয সেবিষয়েরও উল্লেখ রয়েছে।
ওলা উবেরের মতন গাড়িগুলির ব্যাবহার যাতে বন্ধ সে দাবিও জানানো হয়েছে। তাছাড়া ৩ বছরের বেশি অটো ড্রাইভারদের জন্য বিশেষ ব্যাজের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।
মুম্বই শহরে সবথেকে বড় অটো ইউনিয়ন গুলির মধ্যে অন্যতম বড় সংগঠন এই ইউনিয়ন। অটো যাত্রীদের ডাকা এই হরতালের জেরে সমস্যায় পবেন বহু সাধারন নিত্যযাত্রী।