ওয়েব ডেস্ক: কনসার্ট দেখতে কে না ভালোবাসে। নিজের প্রিয় গায়ক বা গায়িকার গান লাইভ দেখার মজাটাই আালাদা।
কিন্তু অনেকসময়ই অনে পছন্দের আর্টিস্টদের কনসার্ট দেখার সুযোগ হয় না কারণ তার কারণ টাকার অভাব।
তবে কোনোদিন ভেবে দেখেছেন যে আপনি একটি কনসার্টে গেলেন কিন্তু পকেট থেকে একটা টাকাও খরচ করতে হল না। উল্টে কনসার্ট দেখার জন্য আপনাকেই দেওয়া হল প্রচুর টাকা?
এ সব শুনে আপনি হয়তো ভাবছেন, আজগুবি গল্প! কিন্তু এই ঘটনাই বাস্তব রূপ পেয়েছে ইউরোপের এক মিলিওনিয়ারের সৌজন্যে। ওই কোটিপতি ঠিক করেছেন, এ বছর ইউরোপের বিভিন্ন দেশে বড়বড় যে সব কনসার্ট হবে, সেগুলো সমস্ত দেখতে যাবেন তিনি। তবে সেই সব কনসার্টে একজনকে সঙ্গী হিসেবে চাইছেন তিনি।
বাকিটা শুনলে আরোই চমকাবেন আপনি। তাঁর সঙ্গী হয়ে কনসার্টে যদি কেউ যায়, তাহলে তাকে প্রতিটা কনসার্টের জন্য দেবেন পাঁচ হাজার ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ টাকারও বেশি। এর জন্য তিনি একটি লাইফস্টাইল ওয়েবাসইটে বিজ্ঞাপনও দিয়েছেন। দেরী করছেন কেন? চটপট ফিলআপ করুন নিজের অ্যাপ্লিকেশন।