Date : 2023-10-02

জানেন নুসরতের রিশেপসনের মেনুতে কি থাকছে?…

ওয়েব ডেস্ক: প্রায় দু সপ্তাহ আগে বিয়ে করেছেন সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।

গাঁটছড়া বেঁধেছে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে।

তুরস্কের বোদরুমে উড়ে গিয়েছিলেন সাতপাকে বাঁধা পড়ার জন্য।

আজ কলকাতায় হবে নিখিল-নুসরতের রিশেপসন। গুঞ্জন শোনা যাচ্ছে সেখানে আসতে চলেছে সুপারস্টার শাহরুখ খানও।

এছাড়াও উপস্থিত থাকবে টলিপাড়ার প্রায় সকল তারকারাই। সঙ্গে বেশ কিছু টেকনিশিয়ানরাও। তবে এখন যেহেতু নুসরত শুধু একজন অভিনেত্রীই  নন, সাংসদও বটে। তাই এই রিসেপশনে উপস্থিত থাকতে চলেছে বেশ কিছু রাজনৈতিক ব্যাক্তিত্বও।

তবে গেস্ট লিস্টের ব্যপারে সরাসরি মুখ খোলেননি নায়িকা। তবে জানিয়েছেন তাঁর রিসেপসনের মেনুর কথা। বললেন, “রিশেপসনে বাঙালি, ইতালিয়ান, আমিষ, নিরামিষ-এর বিভিন্ন পদ থাকছে।

বিশেষত শ্বশুরবাড়ির (নিখিল জৈন) সদস্যদের কথা মাথায় রেখেই বিশেষত নিরামিষ খাবারের নানান পদ রাখা হয়েছে। তবে অবশ্যই মেনুতে থাকছে ইলিশ, ভেটকি, চিংড়ির নানান পদ, আর বিরিয়ানি অবশ্যই থাকছে”।

বেশিরভাগ খাবারই নকি নায়িকা নিজে দাঁড়িয়ে থেকে ঠিক করেছেন। নুসরত নিজেও যেহেতু খুব ভালো রান্না করেন তাই কোনো ত্রুটি থাকতে দেবেন না খাবারের ব্যাপারে।

নিজের বিয়ের সময়ও যেমন বেশ কিছুদিন আগেই পৌঁছে গিয়েছিলেন বোদরমে, সবটা নিজে হাতে করার জন্য, রিশেপসনেও সেরকমইকরছেন বলেও শোনা গেছে। বেশ বোঝা যাচ্ছে, নুসরত জাহান শুধু একজন দারুন ঘরণীই নন ও পারফেকশনিস্টও বটে!