Date : 2024-04-25

এয়ারপোর্ট আদলে এবার তৈরি হতে চলেছে রেল স্টেশন

ওয়েব ডেস্ক : এয়ারপোর্টের মত দেখতে কিন্তু আসলে তা হবে রেল স্টেশন। এমন ধরনের রেল স্টেশন তৈরি হতে চলেছে মধ্যপ্রদেশের হাবিবগঞ্জে।গোটা পরিকল্পনার জন্য খরচ হতে চলেছে প্রায় ১০০ কোটি টাকা।তাছাড়া গোটা স্টেশন চত্বরকে সাজিয়ে তুলতে খরচ হবে প্রায ৩৫০ কোটি টাকার কাছাকাছি।২০১৯ এ ডিসেম্বরের মধ্যেই এই স্টেশনের কাজ শেষ হয়ে যাবে বলে IRSDC কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন ভারতে প্রথম রেলওয়ে স্টেশন হবে যা জার্মানির হেইডেলবার্গ স্টেশনকে অনুসরন করে তৈরি করা হবে।

একনজরে দেখে নেওয়া যাক কি কি থাকবে এই স্টেশনে,

গ্লাসের তৈরি গম্বুজের দেখা মিলবে স্টেশনে ঢোকার পথে

এয়ারপোর্টের আদলে থাকবে খুচরো বিপননী ব্যবস্থা

যাত্রীদের জন্য আর্ন্তজাতিক মানের বসার ব্যবস্থা করা হবে স্টেশনে

খেলা এবং মিউজিয়াম জোন থাকবে বাচ্চাদের জন্য

এল ই ডি লাইট ব্যবহারের মাধ্যমে গ্রীণ বিল্ডিং প্রজেক্ট এবং জলকে পুর্নব্যবহারযোগ্য করার ব্যবস্থা থাকবে এই স্টেশনে।

এছাড়া স্টেশনের পাশে হোটেল, হাসপাতাল থেকে নানান রকমের যাবতীয় সুবিধা মিলবে যাত্রী সাধারনের জন্য।