Date : 2024-04-19

রবীন্দ্র সদনে সুরের মাধ্যমে গুরু বন্দনা “সৌম্য অ্যাকাডেমির”…

ওয়েব ডেস্ক: সুরের জাদুতে শান্ত হয় মন।আত্মার শান্তির অন্য এক নাম সুর। এবার সেই সুরের সাম্রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে জমকালো অনুষ্ঠানের আয়োজন প্রাইভেট মিউজিক ইন্সটিটিউশন সৌম্য’স একাডেমির।সময়ের সঙ্গে একটু একটু করে এগিয়ে চলেছে মিউজিক প্রতিষ্ঠানটি।সেই উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও গুরু পূর্ণিমা উপলক্ষ্যে অনুষ্ঠিত করতে চলেছে জমকালো অনুষ্ঠানের।

১৬ জুলাই ২০১৯ এ রবীন্দ্র সদনে বিকেল ৫ ঘটাকায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।সুরের মাধ্যমে সঙ্গীত গুরুদের শ্রদ্ধাঞ্জলি দিতে মঞ্চে থাকবেন ইন্সটিটিউশনের কৃতি ছাত্র-ছাত্রীরা।

এই উপলক্ষ্যে রবীন্দ্রসদনে হতে চলেছে সঙ্গীত জগতের তারকার হাট।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী হৈমন্তী শুক্লা রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, ইন্দ্রানী সেন, সৌমিলি বিশ্বাস, চন্দ্রাবলী রুদ্রদত্ত, বিশ্বনাথ বোস এবং আরও অনেকে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।অনুষ্ঠানে সৌম্য বোসের তৈরি গানে গলা মেলাবেন একাডেমির ছাত্রছাত্রীরা।

#Newsrplus_Ranakhetra

ভাসছে উত্তরবঙ্গ, ফুটিফাটা দক্ষিণবঙ্গে, বৃষ্টির অভাবে ব্যাপক ক্ষতি চাষ-আবাদে, দেখুন "রণক্ষেত্র" ১৬/৭/১৯ আজ রাত ৮টায়

Posted by RPLUS News on Monday, July 15, 2019
#Newsrplus_Biswas_abiswas

আত্মার ওজন কতো? কোথায় তার অবস্থান? জানেন কি? জানতে দেখুন "বিশ্বাস-অবিশ্বাস"- (১৬/৭/১৯)আজ রাত ১০টায়

Posted by RPLUS News on Monday, July 15, 2019