ওযেব ডেস্ক: ভারত বংলাদেশ ম্যাচের দিনে হুইল চেযারে বসা ৮৭ বছরের বৃদ্ধা চারুলতা দেবীর কথা সবারই জানা।
ম্যাচের সময় দলের হয়ে চিয়ার করা তো বটেই এমনকি ম্যাচ শেষে বিরাট কোহলি, রোহিত শর্মাদেরকেও তাঁর কাছে যেতে দেখা গিয়েছিল।
এবার সেই ৮৭ বছরের বৃদ্ধাকেই দেখা যাবে পেপসির ডিজিট্যাল প্লাটফর্মের বিজ্ঞাপনে।
পেপসির মুখপত্র জানিয়েছেন, বিজ্ঞাপনে প্রতিনিয়ত তারা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে থাকেন, সেক্ষেত্রে এই বয়েসে ক্রিকেটের ওপর এরকম ভালবাসা স্বরুপ চারুলতা দেবীকে নির্বাচিত করা হয়েছে পেপসির বিজ্ঞাপনের জন্য।
তবে শুধু এই বিশ্বকাপই নয়, ৮৩ বিশ্বপকাপেও চারুলতা দেবী নাকি উপস্থিত ছিলেন যখন কপিল দেব ভারতের হযে প্রথম বিশ্বকাপ ট্রফি জেতেন।চারুলতা দেবীর আশা ভারতই জিতবে ২০১৯ এর বিশ্বকাপ।