ওয়েব ডেস্ক: ভালোবাসা পারে না এমন কিছু নেই। তার প্রমাণ মিলল আরও একবার।
ইন্টারনেটের মাধ্যমেই পরিচয় পঞ্জাবের মলকিৎ সিং-এর সঙ্গে ডেনমার্কের নতাশা ন্যাটিলি সোমারের।
বেশকিছুদিন ইন্টারনেটেই কথাবার্তা চলতে থাকে। দুজনেই দুজনের প্রেমে পড়তে থাকে দিনের পর দিন।
একদিন মলকিৎ সিং নতাশাকে জানায়, সে আসলে একজন ড্রাগ অ্যাডিক্ট।

এমন কি মলকিৎ-এর কোনো চাকরিও নেই। চাকরি না করার জন্য সারাদিন মায়ের বকবক শুনতে শুনতে তার এরকম হয়েছে। নেশাকেই বেছে নিয়েছে সে একমাত্র পথ হিসেবে।
কিন্তু তাতেও প্রেম থেকে বিমুখ হয় না ডেনমার্কের নতাশা। কিছুদিন পরে সে ডেনমার্ক থেকে সোজা চলে আসে নিউ দিল্লি।
সেখান থেকে তার হবু বর মলকিৎ নতাশাকে নিয়ে যায় তাদের গ্রাম সুন্দলে। নতাশা মলকিৎ-এর বাবা-মাকে বোঝায়।

এবং এই বছর জানুয়ারী মাসে বিয়ে করে নেয় তারা শিখ মতে। মার্চ মাসে নতাশা মলকিৎকে সারবিয়ার বেলগ্রেডে নিয়ে যায় ড্রাগ অ্যাডিকশনের চিকিৎসার জন্য।
আরও পড়ুন : মাত্র ১২ বছরের মেয়ে বানালো, ৩ সেকেন্ডে জামা গোছানোর রোবট…
অনেক দিন চিকিৎসা চলার পর এখন মলকিৎ পুরো সুস্থ। দুটিতে বেশ সুখে শান্তিতে সংসার করছে ডেনমার্কে।