Date : 2024-03-29

গড়গড় করে ভারতীয় ভাষা বলল আমেরিকার রিচার্ড, দেখুন ভিডিও…

ওয়েব ডেস্ক: ভিনদেশে গিয়ে নিজের ভাষা শুনতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার।

সাধারণত আমরা সবাই বিদেশে গিয়ে যদি কোনো একজন ভারতীয়কে দেখতে পাই তাহলেই আনন্দে আত্মহারা হয়ে উঠি।

তবে কোনোদিন দেখেছেন একজন বিদেশিকে ঝরঝর করে কোনো ভারতীয় ভাষায় কথা বলতে? কেউ দেখেননি বলেই অবাক হলেন।

#Newsrplus_Ranakhetra

ভাসছে উত্তরবঙ্গ, ফুটিফাটা দক্ষিণবঙ্গে, বৃষ্টির অভাবে ব্যাপক ক্ষতি চাষ-আবাদে, দেখুন "রণক্ষেত্র" ১৬/৭/১৯ আজ রাত ৮টায়

Posted by RPLUS News on Monday, July 15, 2019

ঠিক এমনই অবাক হয়েছিলেন আমেরিকায় বসবাসকারী কয়েকজন ভারতীয় একটি আইসক্রিম পার্লারে গিয়ে।

সেখানে ইংরেজিতে আইসক্রিম চেয়ে নিজেদের মধ্যে মাতৃভাষা তেলুগুতে গল্প করছিলেন তাঁরা।

হঠাৎই তাদের মুখে তেলুগু শুনে সেই আইসক্রিমের দোকানের ছেলেটিকে শোনা গেল স্পষ্ট তেলুগু বলতে।

ছেলেটির নাম আইজ্যাক রিচার্ড। মন্টানায় আমেরিকান এই যুবকের একটি আইসক্রিম পার্লার।

আরও পড়ুন : ভারতের প্রথম “শাড়ি ম্যান”র গল্পটা ঠিক কিরকম?…

তার মুখে নিজেদের ভাষা শুনে চমকে যান তাঁরা। ভিডিয়ো করেন রিচার্ডের কথা বলার।

সেই ভিডিয়ো ফেসবুকে আপলোড করেছেন গণেশ কেসানা নামের এক ব্যক্তি। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।  

আরও পড়ুন : প্লাস্টিক খেয়ে মারা গেল ৯টি হরিণ…

কি করে শিখলেন তিনি এই তেলুগু ভাষা? সেই রহস্য ফাঁস করেছেন তিনি।

#Newsrplus_Biswas_abiswas

আত্মার ওজন কতো? কোথায় তার অবস্থান? জানেন কি? জানতে দেখুন "বিশ্বাস-অবিশ্বাস"- (১৬/৭/১৯)আজ রাত ১০টায়

Posted by RPLUS News on Monday, July 15, 2019

রিচার্ড জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহরে প্রায় দু’বছরেরও বেশি সময় কাটিয়েছেন তিনি। বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া ও হায়দরাবাদে থাকার সময়ই তেলুগু ভাষা রপ্ত করেন রিচার্ড।