Date : 2024-04-25

বন্যা বিধ্বস্ত ভাদোদরায় লোকালয়ে কুমির

ওয়েব ডেস্ক: প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের ভাদোদরার বেশির ভাগ অঞ্চল।সেই বন্যা পরিস্থিতির মধ্যে এবার দেখা মিলল কুমীরের। সম্প্রতি এমনই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। যেখানে দেখা যায় জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কুকুরের ঠিক পেছনেই দেখা গেছে একটি কুমিরকে।যদিও কুমিরটি তাকে কামড়ানোর চেষ্টা করতে গেলে ব্যর্থ হয় সে।

আরও পড়ুন: এবার থেকে বিনামূল্যে ব্যবহার করা যাবে বিদ্যুৎ, জানালেন কেজরিওয়াল

ঘটনা নজরে আসতেই তড়িঘড়ি সেই কুমিরটি উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম।তবে কোথা থেকে এল এই কুমীর? জানা গেছে ৩.৫ ফুটের লম্বা ওই কুমিরটি সম্ভবত পাশের কোন জলাশয় থেকে এসেছে বলে মনে করা হচ্ছে।কেননা ওই লোকালয়ের পেছনেই রয়েছে বিশ্বামিত্রি নদী।অতিরিক্ত বৃষ্টিতে সেই জলাশয় ভরে যাওয়ার কারণে কুমীরটি আসতে পারে বলে মনে করা হচ্ছে।