Date : 2024-03-29

কাদার স্রোতে ভেসে গেল মন্দির, দেখুন হরপা বানের ভয়ানক ভিডিও…

ওয়েব ডেস্ক: দেশের পাঁচ রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পাশাপাশি ওড়িশার অধিকাংশ জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে ন্যাশানাল ডিজাসটার ফোর্সের ২৫০ জনের টিম কাজ করছে ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল, কর্ণাটক ও গুজরাটে। প্রবল বর্ষণের ফলে ওড়িশায় এর মধ্যে মারা গেছে প্রায় ১০ জন।

বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির। ওড়িশার নয়টি জেলায় ইতিমধ্যে ১ লক্ষ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ।

আরও পড়ুন : মুষলধারে বৃষ্টিতে মৃত ১০, বানভাসি কেরল ফিরল গত বছরের স্মৃতি

মঙ্গলবার সকালে ওড়িশার বোলাঙ্গির জেলার হরিশঙ্কর মন্দিরে হঠাৎ-ই বিধ্বংসী হরপা বান আসে। ওই সময় মন্দিরে উপস্থিত ছিলেন দর্শনার্থীরা। ভয়াবহ এই হরপা বাণের ভিডিওটি পোস্ট করেন মন্দিরে উপস্থিত এক দর্শনার্থী।

আরও পড়ুন : সারা ভারতে মোট গাছের সংখ্যা মাত্র ২৪.৪৯ শতাংশ, এখনও কি সচেতন হবে না মানুষ?

R Plus News Live TV

আরও পড়ুন : ২ শিশুর প্রাণ বাঁচাতে বুক সমান জলে ঝাঁপ পুলিশ কনস্টেবলের, দেখুন ভিডিও

হরপা বনের জেরে কাদা, বালির স্রোত এসে মন্দিরের মধ্যে প্রবেশ করে। এর ফলে মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে হতাহতের কোন খবর নেই। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এনডিআরএফ-এর টিম।